নিউজিল্যান্ড ক্রিকেটে দূর হলো নারী-পুরুষ ‘বৈষম্য’

নিউজিল্যান্ড ক্রিকেটে এতদিন নারী-পুরুষদের ম্যাচ ফিতে ছিল ‘বৈষম্য’। এবার সেই ব্যবধান ঘুচিয়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড এনজেডসি। বোর্ডের যুগান্তকারী সিদ্ধান্তে, এখন নারী-পুরুষ সবাই একই কাঠামোতে ম্যাচ ফি পাবেন।   

পাঁচ বছরের নতুন চুক্তির ফলে নারী-পুরুষ উভয় ক্ষেত্রেই সীমিত ওভারের ক্রিকেটে ম্যাচ ফিটা এরকম- ওয়ানডেতে ৪ হাজার নিউজিল্যান্ড ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৩২ হাজার টাকার বেশি। টি-টোয়েন্টিতে আড়াই হাজার নিউজিল্যান্ড ডলার বা ১ লাখ ৪৫ হাজার টাকার মতো।

ঘরোয়া ক্রিকেটের কাঠামোটা থাকছে এরকম: ফোর্ড ট্রফিতে ম্যাচ ফি ৮০০ নিউজিল্যান্ড ডলার বা বাংলাদেশি টাকায় ৪৬ হাজার টাকার মতো। সুপার স্ম্যাশে সেটা আবার ৫৭৫ নিউজিল্যান্ড ডলার বা ৩৩ হাজার টাকা।

ম্যাচ ফি হিসেবে ছেলেরা টেস্টে পাবে ১০ হাজার ২৫০ নিউজিল্যান্ড ডলার বা ৫৯ লাখ টাকা। প্লাঙ্কেট শিল্ডে পাবে ১ হাজার ৭৫০ নিউজিল্যান্ড ডলার বা ১ লাখ ১৮০০ টাকা।

চুক্তি অনুসারে মেয়েদের শীর্ষ র‌্যাঙ্কধারী ক্রিকেটার বছরে আয় করবেন ১ লাখ ৬৩ হাজার ২৪৬ নিউজিল্যান্ড ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৯৫ লাখ টাকার মতো। যা গতবার ছিল ৮৩ হাজার ৪৩২ ডলার। নবম র‌্যাঙ্কধারী পাবেন ১ লাখ ৪৮ হাজার ৯৪৬ ডলার ও ১৭তম র‌্যাঙ্কধারী ১ লাখ ৪২ হাজার ৩৪৬ ডলার। দেখা যাচ্ছে বাকিদের বেতনের তারতম্যও সেরককম থাকছে না।

মেয়েদের ঘরোয়া ক্রিকেটের চুক্তির সংখ্যাও বাড়ানো হচ্ছে। আগে সংখ্যাটা ছিল ৫৪, এখন সেটি ৭২ এ উন্নীত করা হয়েছে। 

নিউজিল্যান্ড নারী দলের অধিনায়ক সোফি ডিভাইন উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘সামনের দিকে এগিয়ে যেতে এটা বড় পদক্ষেপ। যা খেলাটিতে তরুণ নারী ও মেয়েদের আকর্ষণে অনেক বড় ভূমিকা রাখবে।’