দুই ভাগে দেশে ফিরছে বাংলাদেশ দল, তামিম যাচ্ছেন লন্ডন

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ও টি-টোয়েন্টিতে হতাশাজনক পারফরম্যান্স ছিল বাংলাদেশের। তবে ৫০ ওভারের ক্রিকেটে মাঠে নামতেই বদলে যায় সবকিছু। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে এক কথায় উড়িয়ে দিয়েছে সফরকারীরা। দারুণ এক সমাপ্তি শেষে ওয়ানডে দল দুই ভাগে দেশে ফিরছে। শুধু অধিনায়ক তামিম ইকবাল যাচ্ছেন লন্ডনে।

প্রথম ধাপে আগামী ২০ জুলাই দেশে ফিরবে একাংশ। দ্বিতীয় দাপে ২১ জুলাই বাকি ক্রিকেটাররা দেশে ফিরে আসবেন। দুটো ফ্লাইট ওইদিন সন্ধ্যায় হযরত শাহজালাল বিমান বন্দরে অবতরণ করার কথা। তামিম ইকবাল ওয়েস্ট ইন্ডিজ থেকেই লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। কয়েক দিন সেখানে কাটিয়ে তারপর দেশে ফিরবেন এই ওপেনার। বিসিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে দেশে ফিরেও ক্রিকেটাররা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না। ২/১ দিন বিশ্রাম নিয়ে জিম্বাবুয়ে সফরের জন্য প্রস্তুতি নিতে হবে পুরো দলকে। আগামী ২৭ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে রওয়ানা দেবে বাংলাদেশ। সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তামিম-মাহমুদউল্লাহরা।