শুরু হলো লিটনের ‘অন্য ভ্রমণ’

৫ আগস্ট হারারে স্পোর্টস ক্লাব মাঠে দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে পেশীতে টান পড়ে লিটন দাসের। সাইড স্ট্রেইন ইনজুরিতে জিম্বাবুয়ে সিরিজ তো বটেই, এশিয়া কাপ থেকেও ছিটকে যান এই উইকেটকিপার ব্যাটার। এখন মিরপুরে শুরু করেছেন ফেরার লড়াই। আজ (মঙ্গলবার) শেরেবাংলা স্টেডিয়ামে পুনর্বাসন প্রক্রিয়ার প্রথম দিন কাটিয়েছেন লিটন।

১০ দিনের বিশ্রামের পর আজ ফিটনেস ট্রেনিং করেছেন লিটন। তাকে সঙ্গ দিয়েছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম। নিজের এই যাত্রাকে লিটন বলছেন অন্যরকম ভ্রমণ। ফেসবুকে ফিটনেস ট্রেনিংয়ের ছবি দিয়ে উইকেটকিপার ব্যাটার লিখেছেন, ‘এই শুরু হলো আমার অন্য ভ্রমণ।’

লিটনের পুনর্বাসন প্রক্রিয়ায় পুরোটা সময় থাকবেন বায়েজিদুল ইসলাম। এই ব্যাটারের অবস্থা সম্পর্কে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘১০ দিন বিশ্রামের পর আজ থেকে লিটনের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দিন হালকা স্ট্রেচিং করেছে লিটন। সাইক্লিং করেছে। ধাপে ধাপে আরও কাজ করানো হবে। এভাবে তিন-চার দিন যাওয়ার পর আসলে কাজের গতি বাড়বে।’