বাংলাদেশ-আরব আমিরাত সিরিজ গাজী টিভিতে

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ (রবিবার)। দুটি ম্যাচই দেখা যাবে গাজী টেলিভিশনে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে সরাসরি সম্প্রচারের বিষয়টি।

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ক্যাম্প করার কথা থাকলেও বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সেই ক্যাম্পের ব্যবস্থা করতে পারেনি। পরে আরব আমিরাতে ক্যাম্পের ব্যবস্থা করার চেষ্টা চালানো হয়। সেটিও বাস্তবায়ন হয়নি। অবশেষে বাংলাদেশ দল আরব আমিরাতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেই প্রস্তুতি সারছে।

আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়া যাচ্ছে না। তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত। তার বদলে দলকে নেতৃত্ব দেবেন ডেপুটি নুরুল হাসান সোহান। রবিবার প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর।

অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এজন্য মূল স্কোয়াডের ১৫ জনের সঙ্গে আছেন চারজন স্ট্যান্ডবাই। আরব আমিরাত সফরে স্ট্যান্ডবাই থাকা খেলোয়াড়েরাও আছেন স্কোয়াডে। নেই শুধু সাকিব আর শেখ মেহেদী হাসান। সাকিব সিপিএল খেলতে গেছেন, অন্যদিকে ব্যক্তিগত কারণে ছুটিতে মেহেদী।

বাংলাদেশ স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার, রিশাদ হোসেন।