‘ছোট্ট ফাতিমা খুব মিষ্টি, আমাদের অনুপ্রাণিত করে’

কন্যাসন্তান কোলে নিয়ে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ। মাতৃত্বকালীন ছুটি থেকে ফিরে ওটাই ছিল তার প্রথম টুর্নামেন্ট। ৬ মাসের শিশু কোলে নিয়ে বিসমাহর মাঠে প্রবেশের একটি ছবি আইসিসি প্রকাশ করেছিল। অনুপ্রেরণাদায়ী হওয়ায় ওই ছবিটি ভাইরাল হওয়ার পর তখন আলোড়নও সৃষ্টি করে সোশাল মিডিয়ায়। ফাতিমার বয়স এখন এক বছর। তাকে নিয়ে বিসমাহ এবার বাংলাদেশে এশিয়া কাপ খেলতে এসেছেন। সোমবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ছোট্ট ফাতিমার প্রসঙ্গও উঠে এলো সাংবাদিকদের কথায়।

বিশ্বকাপে সবচেয়ে বেশি যে বিষয়টি সবার মন কেড়েছে, সেটি হলো ৬ মাসের ফাতিমাকে নিয়ে ভারতীয় ক্রিকেটারদের আনন্দঘন মুহূর্ত। রবিবার ফাতিমাকে নিয়ে সংবাদ সম্মেলনে উত্তর দিতে হলো তুবাকে। ফাতিমার কথা উঠতেই তুবার চোখে-মুখে দেখা গেলো খুশির ঝিলিক, ‘ছোট্ট ফাতিমা খুব মিষ্টি। আমাদের সবসময় অনুপ্রাণিত করে। মাতৃত্ব এবং অধিনায়কত্ব অনেক কঠিন। কিন্তু সে (বিসমাহ) দারুণভাবে এটি সামলে নেয়।’

একে তো নারী, তার মধ্যে পাকিস্তানের মতো রক্ষণশীল সমাজে নারীদের ক্রিকেট খেলা বেশ কঠিন। সেই কঠিন কাজটিই বিসমাহ মারুফ-সানা মির-তুবা হাসানরা করে আসছেন। তবে পাকিস্তানের সমাজকে রক্ষণশীল হিসেবে দেখেন না তুবা, ‘না, না। পাকিস্তানে যেসব সুযোগ-সুবিধা আছে, তাতে মনে হয় না আমরা রক্ষণশীল। এখানে মেয়েদের অনেক ক্রিকেট হয়। মাঝে মাঝে অনেক সমস্যার মুখোমুখি হই। একজন মেয়ে হিসেবে ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলা অনেক কঠিন।’