অভিষেকে বাংলাদেশি পেসারের হ্যাটট্রিক

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করেছেন ফারিহা ইসলাম তৃষ্ণা। টানা ৩ বলে মালয়েশিয়ার তিন ব্যাটারকে ফিরিয়ে নিজের অভিষেক ম্যাচটি রাঙিয়ে তোলেন এই পেসার।

আজ (বৃহস্পতিবার) নারী এশিয়া কাপের লড়াইয়ে মালয়েশিয়ার বিপক্ষে নেমেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের এই ম্যাচে অভিষেক হয়েছে ফারিহার। ৫ ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকলেও আজই প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমেছেন তিনি। এশিয়া কাপের মঞ্চে অভিজ্ঞ পেসার জাহানারা আলম তাকে অভিষেক ক্যাপ পরিয়ে দেন। এরপর বল হাতে নিয়ে স্মরণীয় ম্যাচটি আরও স্মরণীয় করে নিয়েছেন তিনি।

প্রথম দুই ওভারে ফারিহা রান দেন ৬। নিজের তৃতীয় ওভারের দ্বিতীয় বল থেকে শুরু করেন উইকেট শিকারের মিশন। উইনিফ্রেড ডুরাইজিংগামকে ক্লিন বোল্ড করেন এই পেসার। দ্বিতীয় উইকেট হিসেবে মাস এলিসাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। ফারিহার হ্যাটট্রিক উইকেট মাহিরাহ ইসমাইল। তাকে ক্লিন বোল্ড করে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিকের আনন্দে মাতেন তিনি। ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লেগ স্পিনার ফাহিমা খাতুন হ্যাটট্রিক করেছিলেন।  

ফারিহার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৭ জন হ্যাটট্রিক করেছেন। অভিষেকের হ্যাটট্রিক তালিকাও ফারিহার অবস্থান দুই নম্বরে। ২০১৯ সালে নেপালের অঞ্জলি চান্দ মালদ্বীপের বিপক্ষে অভিষেকে হ্যাটট্রিক করেছিলেন। ওই ম্যাচে ২.১ ওভার বোলিং করে ২ রান খরচায় ৬ উইকেট নিয়েছিলেন তিনি। আর আজ হ্যাটট্রিক করা ফারিহা শেষ পর্যন্ত ৪ ওভারে ১২ রান খরচ করে ৩ উইকেট নিয়ে অভিষেক যাত্রা শেষ করেন।