এনামুলকে হারিয়ে শুরু বাংলাদেশের

সাত বছর পর ভারতের বিপক্ষে আরেকটি ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। টানা দ্বিতীয় সিরিজ নিশ্চিত করতে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ওভারেই ফিরেছেন ওপেনার এনামুল হক বিজয়। মিরপুরে ৭ ওভার শেষে ১ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ৩০ রান। ক্রিজে আছেন লিটন দাস (৭) ও নাজমুল হোসেন শান্ত (৭)।

দেখে শুনে প্রথম ওভার খেলার পর দারুণ শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন এনামুল। সিরাজের ওভারে প্রথম দুই বলে চার মেরে আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিজের উপস্থিতির জানান দিচ্ছিলেন। দুই বল পরই কপাল পোড়ে তার। লেগ বিফোরের ফাঁদে পরে সাজঘরে ফেরেন টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়ে। রিভিউ নিয়েও কাজ হয়নি।  ফেরার আগে ৯ বলে ১১ রান করেছেন এনামুল।

আজ দুই দলেই আনা হয়েছে পরিবর্তন। বাংলাদেশ দলে আজ খেলা হচ্ছে না হাসান মাহমুদের। তার জায়গায় এসেছেন বামহাতি স্পিনার নাসুম আহমেদ। ভারতের দলে পরিবর্তন দুটি। ফিরেছেন অক্ষর প্যাটেল। তার জায়গায় বাদ পড়েছেন শাহবাজ। কুলদীপ সুস্থ না থাকায় তার জায়গায় পেসার উমরান মালিক একাদশে স্থান পেয়েছেন।