পারলেন না ইয়াসির, কুমিল্লার সঙ্গে হারলো খুলনা

শেষ ওভারে খুলনা টাইগার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রানের। কিন্তু ক্রিজে থাকা ওয়াহাব রিয়াজ ও ইয়াসির আলী পারলেন না ম্যাচ জেতাতে। দুই চারে শেষ পর্যন্ত শেষ ওভার থেকে আসে ১২ রান। শেষ পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্স জেতে ৪ রানের ব্যবধানে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ন্স। ১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি তামিম ইকবালদের। দলীয় ১৪ রানে ওপেনার তামিম (১১) বিদায় নেন।

এরপর দারুণ খেলতে থাকা আরেক ওপেনার অ্যান্ডি বালবির্নি দুর্ভাগ্যজনক রান আউটে কাটা পড়েন। ৩১ বলে সর্বোচ্চ ৩৮ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। তৃতীয় উেইকেটে শাই হোপ ও মাহমুদুল হাসান জয় মিলে ৪৩ রানের জুটি গড়ে জয়ের পথটা তৈরি করেন।

শাই হোপ ৩২ বলে ৩৩ এবং জয় ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এরপর আজম খান (১) ও মোহাম্মদ সাইফউদ্দিন (৮) দ্রুত বিদায়ে চাপে পড়ে খুলনা। সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। ১৯ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি।    শেষ পর্যন্ত খুলনার ইনিংস গিয়ে থামে ৬ উইকেটে ১৬১ রানে।

কুমিল্লার বোলারদের মধ্যে নাশিম শাহ ২৯ রানে নেন দুটি উইকেট। এ ছাড়া তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন নেন একটি করে উইকেট।

এর আগে লিটন দাসের (৫০) ও মোহাম্মদ রিজওয়ানের (৫৪) অপরাজিত ইনিংসে খুলনা টাইগার্সকে ১৬৬ রান সংগ্রহ করে। ৪২ বলে ৯ চারে লিটন ৫০ রানের ইনিংস খেলেন। ৪৭ বলে ৪ চার ও ১ ছক্কায় রিজওয়ান ৫৪ রানে অপরাজিত থাকেন। খুশদিল শাহ ১৩ রানে অপরাজিত ছিলেন। জনসন চার্লস ২২ বলে ৩৯ রান করেন।

খুলনার হয়ে ১টি করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ ও নাহিদুল ইসলাম। উইকেট না পেলেও দারুণ বোলিং করেন নাসুম আহমেদ। ৪ ওভারে মাত্র ১৫ রান দেন এই স্পিনার।