হারের পর স্পিনার উড়িয়ে আনছে অস্ট্রেলিয়া

নাগপুর টেস্টে ছিল ভারতীয় স্পিনারদের দাপট। তাদের সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। এই অবস্থায় লেগস্পিনার মিচেল সোয়েপসন দেশে ফিরে যাওয়ায় আরেক এক বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমানকে উড়িয়ে আনছে সফরকারী দল।

সোয়েপসন সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন। তার বদলে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে কুনেমানকে যুক্ত করা হয়েছে। সোয়েপসনের ফেরার কথা তৃতীয় টেস্টের আগের।

কুনেমানের এখনও টেস্ট অভিষেক হয়নি। তবে শুক্রবার তার একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল। উদ্বোধনী টেস্টে অ্যাশটন অ্যাগার আস্থার পরিচয় দিতে পারেননি। তাই রবীন্দ্র জাদেজার মতো একজন সফল স্পিনারের খোঁজে রযেছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। অবশ্য কুনেমানের দলভুক্তি পিচের ওপর ও কম্বিনেশনের ওপর নির্ভর করছে।

টেস্টে না খেললেও ২০২২ সালে ওয়ানডে অভিষেকের পর ৪টি ম্যাচ খেলেছেন কুনেমান। নিয়েছেন ৬ উইকেট।

এদিকে দিল্লি টেস্টে খেলার জন্য তৈরি পেসার মিচেল স্টার্ক্। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আঙুলে চোটপ্রাপ্ত ক্যামেরন গ্রিনের অবস্থাও সন্তোষজনক বলে মনে হচ্ছে।