শূন্য হাতে বাড়ি ফিরতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের

প্রত্যাশার বেলুন ফুলিয়ে দক্ষিণ আফ্রিকায় যাত্রা করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু টুর্নামেন্টের সবকটি ম্যাচই হার দিয়ে শেষ করেছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) কেপটাউনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে। বাংলাদেশকে ১০ উইকেট হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিলো প্রোটিয়া মেয়েরা।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০১৪ সালের পর কোনও জয় নেই বাংলাদেশের। ঘরের মাঠে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ জিতেছিল বাংলাদেশ। এরপর গত তিন বিশ্বকাপে ১২ ম্যাচ কোনও জয় নেই। এবার পরাজয়ের তালিকা আরও লম্বা হলো। সবমিলিয়ে বিশ্বকাপে টানা ১৬ ম্যাচে জয়হীন বাংলাদেশ। চলতি বিশ্বকাপে লংকানদের বিপক্ষে সহজ ম্যাচ হাত ছাড়ার পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষেও একই পরিণতি। মঙ্গলবার সবশেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে ষোলকোলা পূর্ণ করলো মেয়েরা।

কেপটাউনে আগে ব্যাটিং করে স্বাগতিকদের ১১৪ রানের মামুলি লক্ষ্য দেয় বাংলাদেশ। সহজ সেই লক্ষ্যে খেলতে নেমে প্রথম ১০ ওভারে উইকেট তুলতে না পারলেও রান আটকে রেখেছিল বাংলাদেশি বোলাররা। কিন্তু দশ ওভার শেষ হতেই উইকেটতো দূরে রানও আটকে রাখতে পারেনি বাংলাদেশ। ১৩ বল আগেই প্রোটিয়া দুই ওপেনার জয়ের বন্দরে পৌঁছে যায়। লরা ওলভার্ড ৫৬ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন। আরেক ওপেনার তাজমিন ব্রিটস ৫১ বলে ৪ চারে ৫০ রানের ইনিংস খেলেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ বল খেলে রানের খাতা না খুলেই আউট হত মোর্শেদা খাতুন। শামীমা সুলতানাও বেশিক্ষণ ঠিকতে পারেননি (১১)। ২২ রানে ২ উইকেট হারানোর পর সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। ৩৩ রানের জুটি হতো সোবহানা ২৭ রানে আউট হন। ৩৪ বলে দলের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেন অধিনায়ক জ্যোত্যি। স্বর্ণা আক্তারের ১১ বলে ১১ এবং নাহিদা আক্তারের ১১ বলে ১৫ রানের ইনিংসের উপর ভর করে বাংলাদেশ কোনমতে ৬ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে।

প্রোটিয়া বোলারদের মধ্যে মারিজান ক্যাপ ও আয়বোঙ্গা খাকা সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন।