তামিমকে ধন্যবাদ জানালেন মুশফিক

তামিম ইকবালের ছিল জন্মদিন। এদিন বাঁহাতি ওপেনার রান আউট হলেও দারুণ ছন্দে ছিলেন তার সতীর্থ মুশফিকুর রহিম। মিডল অর্ডারে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত এক ইনিংস খেলেন ডানহাতি ব্যাটার। ম্যাচের ফল হয়নি, বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এই ম্যাচের পর বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের সঙ্গে একটি ছবি পোস্ট করে আবেগঘন কথাবার্তা লিখেছেন মুশফিক।

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুশফিক ৬০ বলে করেন সেঞ্চুরি, যা বাংলাদেশের কোনও ব্যাটারের দ্রুততম। তার ব্যাটে ভর করে রেকর্ড ৩৪৯ রান করে স্বাগতিকরা। কিন্তু লক্ষ্য দিয়ে আর মাঠে নামা হয়নি। 

এই দাপট দেখানো ইনিংস খেলার পথে মুশফিক ৭ হাজার ওয়ানডে রানের মাইলফলকও স্পর্শ করেন। স্মরণীয় একটি দিন কাটান তিনি।

তারপর তামিমকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে পোস্ট দেন, ‘মাঠের ভেতরে ও বাইরে যে সমর্থন দিয়ে গেছে, এজন্য তামিমকে আজ ধন্যবাদ জানাতে চাই। আমি এতদিন পর্যন্ত যা অর্জন করেছি, তার জন্য এই ভদ্রছেলেটা অনেক বড় ভূমিকা রেখেছে। ১৫ হাজারের উপরে আন্তর্জাতি রান এবং আমার চোখে দেখা বাংলাদেশের সেরা ব্যাটার। সবকিছুর জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ শিগগিরই তোমার সময় আসবে বন্ধু।’