তৃতীয় ওয়ানডের দলে নেই আফিফ

সিলেটে চলমান সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের ১৬ জনের দল ঘোষণা করা হয়েছিল। সেখানে আফিফ হোসেনের নাম থাকলেও এখন পর্যন্ত একাদশে স্থান হয়নি তার। শেষ ওয়ানডের আগে আকস্মিকভাবে জানা গেলো, তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পরে বিসিবি দল দিলে দেখা যায়, আফিফের সঙ্গে পেসার শরিফুল ইসলামকেও বাদ দেওয়া হয়েছে। 

বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিলে নির্বাচক হাবিবুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেছেন, বিশেষ কোনও কারণে তাকে বাদ দেওয়া হয়নি। বরং এই অবস্থায় দল ছন্দে আছে বলেই তাকে খেলানোর সুযোগ নেই, ‘ইনজুরির কথা বিবেচনা করে ১৬ জনের দল দেওয়া হয়েছিল। এখন আর সেই শঙ্কা নেই। আফিফকে যেহেতু একাদশে রাখা যাচ্ছে না। তাই তাকে বসিয়ে না রেখে ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখানে সে প্রিমিয়ার লিগ খেলবে।’ 

শুরুতে মূল দলে জাকির হাসানেরও নাম ছিল। তার ইনজুরিতে পরে যুক্ত হয় রনি তালুকদারের নাম। 

সিলেটে প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ এগিয়ে থাকলেও দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ২৩ মার্চ একই ভেন্যুতে শেষ ম্যাচটি আধাঘণ্টা দেরিতে অনুষ্ঠিত হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দিন প্রথম রোযা। ইফতারের সময় প্রথম ইনিংসের বিরতি যেন দেওয়া যায়, সেই কারণেই মূলত ওই ম্যাচটি দুপুর আড়াইটায় দেওয়া হয়েছে।