নিগারের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা সেখানে। এই সফরের দল মঙ্গলবার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দুই সিনিয়র ক্রিকেটার সালমা খাতুন ও রুমানা আহমেদকে ১৬ জনের দলে রাখা হয়নি। তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। প্রধান কোচ হাশান তিলকারত্নের পরিকল্পনা অনুযায়ী তাদের দলের বাইরে রাখা হয়েছে। এই দুই ক্রিকেটারের ওয়ার্কলোড মাথায় রেখে এই সিদ্ধান্ত।

দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা পেসার মারুফা আক্তারকেও অন্তর্ভুক্ত করা হয়নি। এসএসসি পরীক্ষায় বসতে যাচ্ছেন তিনি। জায়গা পেয়েছেন সানজিদা আখতার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, রাবেয়া ও আনক্যাপড সুলতানা খাতুন।

সবগুলো ম্যাচ হবে কলম্বোতে। পি. সারা ওভালে হবে ওয়ানডে এবং এসএসসি গ্রাউন্ডে হবে টি-টোয়েন্টির সব ম্যাচ।

২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত হবে ওয়ানডে সিরিজ এবং ম্যাচগুলো আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। বিসিবি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ২৫ এপ্রিল। দুই দিন পর এসএলসি বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

বর্তমানে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ টেবিলের সাত নম্বরে, শ্রীলঙ্কা নবম স্থানে।

ওয়ানডে সিরিজের পর শুরু হবে টি-টোয়েন্টি। ৯ মে প্রথম ম্যাচের দুই দিন আগে ৭ মে হবে একটি প্রস্তুতি ম্যাচ। সিরিজ শেষ হবে ১২ মে।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিঙ্কি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আখতার মেঘলা, সোবহানা মোস্তারি, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।