বাংলাদেশ রান তাড়া করতে পারবে, বিশ্বাস ছিল তামিমের

হ্যারি টেক্টরের ১৪০ রানের তাণ্ডবে নাভিশ্বাস উঠেছিল বাংলাদেশি ফিল্ডারদের। আয়ারল্যান্ড ঘরের কন্ডিশনে ৩২০ রানের লক্ষ্য দেয় বাংলাদেশকে। কিন্তু সেই রানও ৩ বল হাতে রেখে উতরে গেলো তামিম ইকবালের দল। নাজমুল হোসেন শান্তর অবিস্মরণীয় সেঞ্চুরিতে ৩ উইকেটে দ্বিতীয় ওয়ানডে জিতলো বাংলাদেশ।

লক্ষ্য কঠিন হলেও তামিমের বিশ্বাস ছিল, বাংলাদেশ পারবে। এর জন্য মাঠের মাপ ও উইকেট সহায়ক ছিল মনে করেন তিনি। আর ইংল্যান্ডে সমর্থকদের সমর্থন তো ছিল অবিশ্বাস্য।

চেমসফোর্ডে ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক বললেন, ‘সমর্থন ছিল অবিশ্বাস্য। বিশেষ করে আমরা ইংল্যান্ডে এলে এমন সমর্থন পেয়ে থাকি। আমার মনে পড়ে ২০১৭ সালে আমাদের দর্শকরা ইংল্যান্ডকে পরাস্ত করেছিল। এটা বিশেষ।’

বড় লক্ষ্য পেলেও ইতিবাচক ছিলেন তামিম, ‘মাঠের মাপ ও উইকেটের কারণে, আমাদের মনে হয়েছিল এই রান তাড়া করার মতো। এই গ্রাউন্ডে আপনার বাউন্ডারির জন্য সবসময় তাকিয়ে থাকতে হয় না, তারা আপনাআপনি চলে আসে।’

শান্ত ১১৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেন। চতুর্থ উইকেটে ১৩১ রানের জুটি গড়তে তাকে দারুণ সঙ্গ দেন তাওহীদ হৃদয়। দুজনের প্রশংসা করতে ভোলেননি তামিম, ‘শান্তকে অভিনন্দন। তাওহীদ যদি এভাবে পারফর্ম করতে থাকে, সে হবে সোনা।’