বাংলাদেশের সিরিজ জয়ের মিশন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ছিল বাংলাদেশ। অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের কাছ থেকে ম্যাচটি ছিনিয়ে নিয়েছে। রবিবার বাংলাদেশের সামনে সুযোগ ২-০ ব্যবধানে সিরিজ জেতার। অন্যদিকে, আয়ারল্যান্ডের সামনে সুযোগ সিরিজ হার এড়ানোর। চেমসফোর্ডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে। 

ম্যাচটি বাংলাদেশের কোনও টিভি চ্যানেল দেখাচ্ছে না। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আইসিসি টিভি’ সিরিজটি ফ্রি দেখানোর ব্যবস্থা করেছে। ব্যক্তিগত ইমেইল আইডির মাধ্যমে আইসিসি ফ্যান অ্যাকাউন্ট খুলে ম্যাচটি দেখা যাবে। এছাড়া বিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটা আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। যদিও বিশ্বকাপ আগেই চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করে ফেলায় বাংলাদেশের জন্য সিরিজের গুরুত্ব সেই অর্থে নেই। তবে রবিবার আয়ারল্যান্ডকে হারাতে পারলে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠার সুযোগ রয়েছে। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে সুপার লিগের পয়েন্ট টেবিলে ভারতকে টপকে এরই মধ্যে তিনে উঠে এসেছে বাংলাদেশ। 

বিশ্বের যে প্রান্তেই খেলা হোক না কেন, মাঠে গিয়ে সমর্থন করার ক্ষেত্রে বাংলাদেশি দর্শকদের জুড়ি নেই। ভিন দেশে, ভিন্ন শহরে সাকিব-তামিমরা খেলছেন। কিন্তু গ্যালারির গর্জন দেখে তেমনটা বোঝার সুযোগ নেই। শুক্রবার দারুণ পারফর্ম করে ম্যাচ জেতার পর ইংল্যান্ড প্রবাসী দর্শকদের আগ্রহ যেন আরও বেড়ে গেছে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই তৃতীয় ও শেষ ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। সাড়ে ছয় হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন চেমসফোর্ডের এই স্টেডিয়াম। ম্যাচের দিন অবশ্য স্টেডিয়ামের গেটে টিকিট কেনার সুযোগ নেই।

তৃতীয় ম্যাচকে ঘিরে সাজসাজ রব থাকলেও বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ হানা দিয়েছে। বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান আঙুলের চোটে তৃতীয় ওয়ানডের আগে ছিটকে গেছেন। তার জায়গাতে নিশ্চিত ভাবেই একটি বদল আসছে। এছাড়া পেস আক্রমণে শরিফুল ও এবাদতের বদলে মোস্তাফিজ ও মৃত্যুঞ্জয় চৌধুরীকে দেখতে পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সাকিব অলরাউন্ডার হলেও তার বদলে রনি তালুকদারকেও একাদশে দেখা যেতে পারে।