এই সিরিজ জয় এশিয়া কাপের আগে আত্মবিশ্বাস বাড়াবে: সাকিব

এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। বিশ্বকাপেও তাই। তার আগে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জয়কে আত্মবিশ্বাসের জ্বালানি হিসেবে দেখছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

ওয়ানডেতে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে টি-টোয়েন্টিতে আফগানদের হোয়াইটওয়াশ করেছে তারা। দলটির বিপক্ষে এই সংস্করণে এটাই তাদের প্রথম সিরিজ জয়।

দলের জয়ের পর সাকিব বললেন, ‘এখান থেকে (টি-টোয়েন্টি স্কোয়াড) ৮০ থেকে ৯০ শতাংশ খেলোয়াড় ওয়ানডেতে খেলবে এবং এশিয়া কাপের আগে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এটি (সিরিজ জয়)।’

টি-টোয়েন্টিতে টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজ জিতলো বাংলাদেশ। পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড়রা মাঠে তাদের পারফরম্যান্স ঢেলে দিচ্ছে, তাতে স্বস্তি পাচ্ছেন সাকিব, ‘আপনার পরিকল্পনা যখন বাস্তবায়ন হবে এবং খেলোয়াড়রা মাঠে প্রয়োগ করবে, তখন সেটা অবশ্যই স্বস্তির। ফলও আমাদের অনুকূলে থাকছে। এর চেয়ে ভালো আর কী হতে পারে? এই ফরম্যাটে তাদের বিপক্ষে আমাদের ফল ভালো ছিল না। কিন্তু এই ধরনের কন্ডিশনে সিরিজ জয়, আমি মনে করি আগামী দিনগুলোতে ভালো করার জন্য এটা আমাদের অনেক আত্মবিশ্বাস যোগাবে।’