জোড়া উইকেটে বুলাওয়ের জয়ে অবদান রাখলেন তাসকিন

আগের রাতে মুশফিকদের জোহানেসবার্গ বাফেলোসের বিপক্ষে নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও উইকেট পাননি তাসকিন আহমেদ। জিম আফ্রো টি-টেন লিগে পরাজয় দেখেছে তার দল বুলাওয়ে ব্রেভস। ২ ওভারে ৭ রান দিয়েছেন তিনি।

বুধবার অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষদল কেপটাউন স্যাম্প আর্মিকে ৩ রানে হারিয়েছে তাসকিনরা। বুলাওয়েকে জেতাতে বল হাতে বড় অবদান ছিল তাসকিন আহমেদের-ই। পঞ্চম ওভারে পর পর দুটি উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে ম্যাজিক্যাল মোমেন্ট উপহার দিয়েছেন। তবে এদিন দুই ওভারেই ছিলেন ভীষণ খরুচে।

এই জয়ের পর ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে বুলাওয়ে। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে কেপটাউন। 

বুলাওয়ের দেওয়া ১২৬ রানের লক্ষ্যে শুরুতে ঝড় তুলেছিলেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ১৮ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৪৫ রান করেন তিনি। ৪.৪ ওভারে গুরবাজকে ক্যাচ আউট করে ছন্দপতন ঘটান তাসকিন। পরের বলে ম্যাথিউ ব্রিটজকে শূন্য রানে আউট করে চাপেও ফেলে দেন কেপটাউনকে। তাসকিনের জোড়া আঘাতে পর শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১২২ রান করতে পেরেছে কেপটাউন। গুরবাজ ছাড়া ২১ বলে ৩৯ রান করেছেন আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি। ভানুকা রাজাপাকশে ১৪ বলে ২০ রানের বেশি করতে পারেননি।

দারুণ জয়ে অবদান রাখা তাসকিন ২৫ রানে ২ উইকেট নিয়েছেন। একটি করে নিয়েছেন বিয়াউ ওয়েবস্টার ও প্যাটট্রিক ডুলে।      

শুরুতে টস জিতে ব্যাট করা বুলাওয়ে ৩ উইকেটে ১২৫ রানের সংগ্রহ পায় ওপেনার ইনোসেন্ট কাইয়ার ঝড়ো ব্যাটিংয়ে। ৩১ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। ম্যাচসেরাও কাইয়া।

রায়ান বার্ল ৯ বলে ১৯ রান করেছেন। ৭ বলে ১৯ রান করেন অধিনায়ক সিকান্দার রাজাও। ওয়েবস্টার ৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৩* রানের ক্যামিও ইনিংস উপহার দিয়েছেন।

কেপটাউনের হয়ে একটি করে উইকেট নেন মুজিব উর রহমান ও টম কারান।