বিমান থেকে নেমে ব্যাগ পেলেন না স্টোকস

অ্যাশেজ সিরিজের ট্রফি অস্ট্রেলিয়ার সঙ্গে ভাগাভাগি করেছে ইংল্যান্ড। ঘরের মাঠে খেলা বলে ভস্মদানিটা পুনরুদ্ধারের ভালো সুযোগ ছিল। চতুর্থ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে না গেলে ফল ইংলিশদের পক্ষেই থাকতো। কিন্তু হতাশ হতে হয়েছে তাদের। সিরিজ ২-২ এ শেষ হওয়ায় তাই মন স্বাভাবিকভাবে খারাপ ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের। এর মধ্যে আবার অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার তিনি।

সোশ্যাল মিডিয়ায় ব্রিটিশ এয়ারওয়েজের কাছে সাহায্য চেয়েছেন স্টোকস। কারণ বিমান থেকে নেমে ব্যাগ খুঁজে পাননি। এমন ঘটনায় অসহায়ত্ব ফুটে উঠেছে তার পোস্টে। অবশ্য ব্রিটিশ এয়ারওয়েজ সমাধানের আশ্বাস দিয়েছেন।

টুইটারে ব্রিটিশ এয়ারওয়েজকে ট্যাগ করে স্টোকস লেখেন, ‘প্লেন থেকে ব্যাগগুলো নামলো না। যদি সাহায্য করেন, তাহলে খুব ভালো হয়।’ ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে দ্রুত সাড়া দেন অ্যান্থনি নামের একজন, ‘হাই বেন, আমি এই ঘটনায় খুব দুঃখিত। আপনি আপনার যাত্রার বিস্তারিত আমাদের কাছে পাঠান, যেন আমরা বিষয়টি নিয়ে তদন্ত করে সাহায্য করতে পারি।’

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষে স্টোকস এখন হাঁটুর ইনজুরি থেকে সুস্থ হওয়ার লড়াই করবেন। এই চোট নিয়েই চারশর বেশি রান করে অ্যাশেজের শীর্ষস্থানীয় ব্যাটার তিনি। ইংল্যান্ডের পরের টেস্ট অ্যাসাইনমেন্ট ২০২৪ সালের শুরুতে, ভারতের বিপক্ষে।