বড় টুর্নামেন্টে স্পোর্টিং উইকেট আশা করি: শান্ত

পরিকল্পনাহীন ব্যাটিং-এ বড় খেসারত দিতে হয়েছে সাকিব আল হাসানের দলকে। আগে ব্যাটিং করে লঙ্কান বোলারদের তোপে ১৬৪ রানে থামে বাংলাদেশের স্কোর। সেই রান আবার ১১ ওভার বাকি থাকতেই তুলে নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। ৫ উইকেটে এমন হারে উইকেট নিয়ে অভিযোগ তুললেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন ৭৯ রানের ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত। এ সময় উইকেট নিয়ে তরুণ এই ব্যাটার বলেছেন, ‘আসলে এখানে উইকেট সব সময় ভালোই থাকে। আজকে তেমনটা ছিল না। তবে এগুলো আমাদের হাতে ছিল না। আমাদেরকে আমাদের খেলাটা ভালোভাবে খেলতে হবে। তাই আমরা উইকেট নিয়ে খুব বেশি চিন্তা করি না। তবে এমন বড় টুর্নামেন্টে আমরা স্পোর্টিং উইকেট আশা করি।’

 

 

শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা মরার ম্যাচ। আগামী ৩ সেপ্টেম্বর লাহোরে অনুষ্ঠিত হবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি। কিন্তু প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান মোটেও সহজ দল নয়। আফগানদের বিপক্ষে হারলেই দেশের টিকিট কাটতে হবে টাইগারদের। জিতলেও যে সুপার ফোরে উঠবেও তারও গ্যারান্টি নেই। অন্তত স্বপ্নটা বেঁচে থাকবে।

বাংলাদেশ অবশ্য ম্যাচটি জিতে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে চায় জানিয়ে শান্ত বলেন, ‘পরের ম্যাচ আমাদের জিততে হবে। আমরা জেতার জন্যই খেলবো। পরের ম্যাচ জেতার পরে বোঝা যাবে কী সমীকরণ দাঁড়াবে বা কী হবে।’