বৃহস্পতিবার কলম্বোর ফ্লাইট ধরবেন মুশফিক

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম। সোমবার কন্যা সন্তানের বাবা হয়েছেন। সন্তান ও স্ত্রী সুস্থ থাকায় এখন শ্রীলঙ্কা ফিরে যাওয়ার জন্যও প্রস্তুত হচ্ছেন তিনি। ম্যাচের আগের দিন বৃহস্পতিবার বিকালের ফ্লাইটে অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার কলম্বোর উদ্দেশে উড়াল দেবেন।

আগামী ১৪ সেপ্টেম্বর সকালে ঢাকায় অনুশীলন করে অভিজ্ঞ ক্রিকেটার বিকালে কলম্বোর ফ্লাইট ধরবেন। পরদিন অংশ নেবেন ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে। অনুশীলনে যেন ঘাটতি না হয় সেই কারণে বৃহস্পতিবার সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনও করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
 
এ ব্যাপারে জালাল ইউনুস বলেছেন, ‘মুশফিক ১৪ সেপ্টেম্বর সকাল বেলা ঢাকায় অনুশীলন করবে। তার পর সেখান থেকে শ্রীলঙ্কায় চলে আসবে ম্যাচ খেলার জন্য।’

পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ইতোমধ্যে এশিয়া কাপের ফাইনালের আশা প্রায় শেষ বাংলাদেশ দলের। সব মিলিয়ে চলতি এশিয়া কাপে চার ম্যাচে মুশফিক ১৩১ রান করেছেন। পাকিস্তানের বিপক্ষে দলের ব্যাটিং বিপর্যয়ের সময় খেলেছিলেন ৬৪ রানের এক ইনিংস। বাকি তিন ম্যাচে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি।

শুধু মুশফিক নন, ব্যক্তিগত কাজে দেশে ফিরেছেন সাকিব আল হাসানও। মঙ্গলবার দলের মিটিং হয়েছে। কিন্তু সেই মিটিংয়ে ছিলেন না অধিনায়ক। বুধবার সাকিবের শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা রয়েছে। জালাল ইউনুস জানিয়েছেন, ‘এতটুকু সময়ের মধ্যে অধিনায়কের অনুপস্থিতি খুব একটা সমস্যা হচ্ছে না। এসেই হয়তো আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করবে। আশা করছি, কাল (বুধবার) চলে আসবে।’