পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা নিগারদের

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুরে হতে যাওয়া ওয়ানডে সিরিজটি আবার আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

সিরিজের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ৪, ৭ ও ১০ নভেম্বর। ম্যাচগুলো শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে সুলতানা খাতুনকে রাখা হয়েছে ফিটনেস থাকা সাপেক্ষে।

দলে নতুন মুখ সুমাইয়া আক্তার ও নিশিতা আক্তার। সর্বশেষ ভারতের বিপক্ষে সিরিজে খেলা অলরাউন্ডার সালমা খাতুন, লতা মন্ডল ও ওপেনার শারমিন আক্তারের মূল দলে জায়গা হয়নি। তাদের মধ্যে সালমা ও শারমিন স্ট্যান্ড বাই হিসেবে রয়েছেন। 

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ অধিনায়ক), ফারজানা হক, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, রাবেয়া, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার, সুলতানা খাতুন।

স্ট্যান্ড বাই: সালমা খাতুন, শরিফা খাতুন, শারমিন আক্তার সুপ্তা।