পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারলো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা। আগামী শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে বৃহস্পতিবার পাকিস্তানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বিসিবি উইমেন্স একাদশ। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার খেললেও প্রস্তুতি ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও মারুফা আক্তার খেলেননি। ম্যাচটিতে ৫৬ রানে হেরেছে বিসিবি উইমেন্স একাদশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বোলারদের প্রস্তুতিটা ভালো হয়নি। টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৭০ রান করেছে পাকিস্তান। পাকিস্তানের ব্যাটাররা অনায়াসে খেলে চ্যালেঞ্জিং স্কোর গড়েছেন। হাফ সেঞ্চুরি করেছেন পাকিস্তানের তিন ব্যাটার মুনিবা সিদ্দকি (৬৩), বিসমাহ মারুফ (৫৩) ও নিদা রশিদ (৫১)।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আসরাফি ইয়াসমিন অর্থী।

২৭১ রানের জবাবে খেলতে নেমে লতা ৪৮ বলে ৫৪ রান করে রিটায়ার্ড হার্ট হয়েছেন। হাফ সেঞ্চুরি করেছেন ওপেনার মুর্শিদা খাতুনও। ৫০ রানে লতার মতো তিনিও রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরেছেন। ফারজানা হক ৪০ ও শারমিন সুপ্তা ২৮ রান করলেও তা ভূমিকা রাখেনি কোনও। পাকিস্তানের হয়ে বোলিং করেছেন ১০ বোলার। সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন উম্মে হানি। ৪ নভেম্বর থেকে মিরপুরে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ ৭ ও ১০ নভেম্বর।