বাংলাদেশ দলে তিন পরিবর্তন!

12784407_10208244454296578_1952771162_nএশিয়া কাপের ফাইনালের উঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগের ম্যাচ থেকে বুধবারের একাদশে তিনটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, মোহাম্মদ মিথুনকে বসিয়ে তামিমকে খেলানো হতে পারে। অন্যদিকে উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসানকে বসিয়ে নেওয়া হতে পারে নাসির হোসেনকে। এই ম্যাচে উইকেট কিপারের দায়িত্ব পালন করবেন মুশফিকুর রহিম। 

বাঁহাতি পেসার মুস্তাফিজের পরিবর্তে সুযোগ পেতে পারেন আরাফাত সানি। আগের ম্যাচে চার পেসার খেলালেও বুধবার তিন পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। 

বুধবার পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামছে বাংলাদেশ। টানা দুই জয় নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশের বিপক্ষে লড়তে হবে পাকিস্তানকে। অন্যদিকে ভারতের বিপক্ষে হারের পর আরব আমিরাতের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে পাকিস্তান! এ ম্যাচে বাংলাদেশ যদি জিতে, সরাসরি চলে যাবে ফাইনালে। অন্যদিকে টুর্নামেন্টে সমীকরণের হিসেবে নিকেশের মাধ্যমেও টিকে থাকতে হলে জিততেই হবে পাকিস্তানকে! 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), সৌম্য সরকার, সাব্বির রহমান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মোহাম্মদ আল আমিন, তাসিকন আহমেদ ও আরাফাত সানি।

/আরআই/এমআর/