'তামিম ফেরায় আরও শক্তিশালী বাংলাদেশ'

হাথুরুসিংহেসন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২২ গজের লড়াই। এই লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান।
ম্যাচ শুরুর আগে সন্ধ্যা ৬টার দিকে স্টার স্পোর্টসের প্রোগ্রামে বাংলাদেশ দলের প্রধান কোচ হাথুরুসিংহে কথা বলেন। সেখানে পাকিস্তানের বিপক্ষে তামিমের অন্তর্ভূক্তি দলের জন্য ইতিবাচক বলে জানান তিনি। 

হাথুরুসিংহে বলেন, ‘তামিম দলে ফিরেছে এতে আমি খুশি। সে দলে ঢোকাতে আমাদের শক্তি বেড়েছে। আশা করি তামিম ভালো শুরু এনে দিতে পারবে। আমাদের কিছু পরিকল্পনা আছে, সেভাবেই সবকিছু হবে বলে মনে করছি।’ 

আগে ব্যাটিং করলে এখানে কত রান উইনিং স্কোর মনে করছেন উপস্থাপকের এমন প্রশ্নে হাথুরুসিংহে বলেন, ‘আগের ম্যাচে ১৩০-১৪০ রান ছিল স্বাভাবিক। আজ কত হয়, এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে আশা করি ম্যাচটি দারুণ উপভোগ্য হবে।’ 

বাংলাদেশর জন্য প্রথম ৬ ওভার গুরুত্বপূর্ণ মনে করেন হাথুরুসিংহে। এছাড়া আমিরকে নিয়ে নিজেদের সতর্কতার কথাও জানান তিনি।

/আরআই/এমআর/