মিরপুরে টিকিট নিয়ে লঙ্কাকাণ্ড

এশিয়া কাপকিছুক্ষণ পরই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২২ গজে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। কেউই এমন গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে চান না। সবাই চাইছে গ্যালারিতে বসে সাকিব-মুশফিকদের সমর্থন জানাতে। কিন্তু চাইলেই কি আর সব সম্ভব। এই চাওয়া পূরণে প্রয়োজন টিকিট। কিন্তু টিকিটতো সোনার হরিণের চেয়েও দুর্লভ। টিকিট বিক্রি হয়ে গেছে আগের দিন দুপুরের আগেই। তারপরও একটি টিকিটের প্রত্যাশায় ভক্তরা স্টেডিয়ামের আশে পাশে ভিড় জমাচ্ছেন।
এদিন মিরপুরে দেখা গেল কেউ কালোবাজারিতে ১৫০ টাকার টিকিট বিক্রি করছেন ১১০০ থেকে ১৬০০ টাকা পর্যন্ত। বিক্রি হচ্ছে নকল টিকিটও। আরও বিস্ময়ের ব্যাপার এদিন টিকিট ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে মিরপুরে।

বুধবার দুপুরে প্রশাসন ও ব্যাংকের কর্মকর্তারা আগ্রহীদের টিকিট নেই বলে জানিয়ে দিলেও তারা বুথের সামনেই ভিড় করে থাকেন। পরে পুলিশ লাঠিচার্জ করে তদের ছত্রভঙ্গ করে। বুথে টিকিট না মিললেও কালোবাজারে ঠিকই চলছে রমরমা টিকিট-বাণিজ্য। পুলিশের চোখের সামনেই চলে এমন সব দৃশ্য। 

১৫০ টাকার সাধারণ গ্যালারির টিকিট বিক্রি হচ্ছে ১১০০ টাকা থেকে শুরু করে ১৬০০ টাকা পর্যন্ত। এমন দামেই অনেক টিকিট কিনছেন। স্টেডিয়াম ঘুরে দেখা গেছে, পুরো স্টেডিয়ামের আশেপাশে ৪-৫ জনের একটি গ্রুপ ভাগ হয়ে কালোবাজারিতে টিকিট বিক্রি করছেন। কেউ আবার বিক্রি করছেন নকল টিকিট। 

রাশেদ নামে এক যুবক সাধারণ গ্যালারির তিনটি টিকিট কিনেছেন ৩৫০০ টাকায়। তারপরও তিনি খুশি। কেননা এই ম্যাচটায় কোনও ভাবেই না দেখার অতৃপ্তি রাখতে চান না তিনি। কিন্তু গেটে ঢুকতে গিয়ে বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন।

শুধু তাই নয় বুধবার মিরপুরে টিকিট ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। ধানমণ্ডি থেকে দুই যুবক মিরপুর স্টেডিয়ামের চার নম্বর ও পাঁচ নম্বর গেটে এসেছে অপেক্ষা করছিলেন দুই বন্ধুর জন্য। টিকিট ছিল হাতেই। এক পর্যায়ে তাদের বে-খেয়ালের সুযোগ নিয়ে হঠাৎ ছো মেরে চার টিকিট নিয়ে কেটে পড়েন অন্য দুই যুবক। টিকিট ছিনতাইয়ের এমন দৃশ্য দেখে বিস্মিত ক্রিকিট ম্যাচ দেখতে আসা দর্শকরা।

/আরআই/এমআর/