পাকিস্তানের ষষ্ঠ উইকেটের পতন

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বুধবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। প্রথমে ব্যাট করতে নেমে ৮.২ ওভারে মাত্র ২৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়লেও সরফরাজ ও শোয়েব মালিকের ব্যাট চাপ কাটিয়ে উঠে শহীদ আফ্রিদির দল। ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১০৫ রান।আরাফাত সানির বলে বোল্ড শারজিল খান


বোলিং করতে নেমে শুরুতেই পাকিস্তানি ওপেনার খুররম মনজুরকে (১) সাজঘরে ফেরান আল আমিন। নিজের প্রথম ওভারের প্রথম বলে খুররমকে মুশফিকের হাতে ক্যাচে পরিণত করেন আল আমিন। এরপর আঘাত হানেন আরাফাত সানি। ৩.৫ ওভারে শারজিল খানকে (১০) বোল্ড করেন আরাফাত।
নিজের প্রথম ওভারটি করতে এসেই মোহাম্মদ হাফিজকে (২) ফেরান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফলে ৪.৫ ওভারে মাত্র ১৮ রানে পাকিস্তানের তৃতীয় উইকেটের পতন ঘটে। ইনিংসে নবম ওভারের দ্বিতীয় বলে আঘাত হানেন তাসকিন। দলীয় ২৮ রানে তার বলে সাকিবের হাতে ক্যাচ তুলেন উমর আকমল (৪)।
এদিন বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। দলে ঢুকেছেন তামিম ইকবাল ও আরাফাত সানি। ইনজুরির কারণে খেলতে পারছেন না মুস্তাফিজুর রহমান। এছাড়া বাদ পড়েছেন নুরুল হাসান সোহান। 

বুধবার পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামছে বাংলাদেশ। টানা দুই জয় নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশের বিপক্ষে লড়তে হবে পাকিস্তানকে। অন্যদিকে ভারতের বিপক্ষে হারের পর আরব আমিরাতের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে পাকিস্তান! এ ম্যাচে বাংলাদেশ যদি জিতে, সরাসরি চলে যাবে ফাইনালে। অন্যদিকে টুর্নামেন্টে সমীকরণের হিসেবে নিকেশের মাধ্যমেও টিকে থাকতে হলে জিততেই হবে পাকিস্তানকে!

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), সৌম্য সরকার, মো. মিথুন, সাব্বির রহমান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, , মোহাম্মদ আল আমিন, তাসিকন আহমেদ ও আরাফাত সানি।
ছবি: সাজ্জাদ হোসেন

/এমআর/