নতুন দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে এক সময় দায়িত্ব পালন করেছেন হাবিবুল বাশার সুমন। এরপর ২০১৬ সাল থেকে পুরুষ দলের সঙ্গে ছিলেন নির্বাচক হিসেবে। ৮ বছর দায়িত্ব পালন করা এই নির্বাচকের মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। পুরুষ দলের দায়িত্ব থেকে অব্যাহতি পেলেও ক্রিকেট বোর্ডে নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। সাবেক অধিনায়ককে এবার নারী দলের সঙ্গে যুক্ত করা হয়েছে!

গত ১২ ফেব্রুয়ারি নতুন নির্বাচক কমিটি ঘোষণার দিনই বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, নির্বাচক প্যানেলে মিনহাজুল আবেদীন নান্নু ও বাশারের চুক্তি নবায়ন না করা হলেও তাদেরকে নতুন দায়িত্ব দেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমরা অ্যাপ্রিশিয়েট করেছি তাদের (নান্নু-বাশার) কন্ট্রিবিউশন। সকলেই একবাক্যে স্বীকার করেছে যে, আমরা তাদের কাজ নিয়ে ভীষণ সন্তুষ্ট। কিন্তু আমরা তাদের হারাতেও চাই না, সেজন্য সিদ্ধান্ত নিয়েছি তাদের বোর্ডের অন্য কোনো উপযুক্ত পদে আমাদের সঙ্গে রাখবো।'

বোর্ড প্রধানের কথামতোই হাবিবুল বাশারকে নারী দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। তবে এবার আর নির্বাচক হিসেবে নয়, বাশার নারী ক্রিকেটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। এই সময় তাকে অভিনন্দন জানান বিসিবি পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এমপি ও বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

নতুন দায়িত্ব নিয়ে বাংলা ট্রিবিউনকে সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই এটা অনেক বড় একটি দায়িত্ব। নারী ক্রিকেটাকে আরও এগিয়ে নিতে চাই। চ্যালেঞ্জিংতো অবশ্যই। কেননা নারী ক্রিকেটে অনেক কাজ করার আছে। আশা করি দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবো। আমি আগেও আমার কাজটা উপভোগ করেছি, আশা করি নতুন এই দায়িত্বও উপভোগ করবো।’