বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে সিরিজ খেলবে বাংলাদেশ

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচের প্রথম দুটি হবে যুক্তরাষ্ট্রে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে এবং নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। যুক্তরাষ্ট্রের কন্ডিশনে খাপ খাইয়ে নিতে বিশ্বকাপের আগে সহ আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল।

 

বৃহস্পতিবার ঢাকায় একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করে বলেছেন, 'সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা যেভাবে যাচ্ছি, আমরা জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি খেলবো। এখন তো বিপিএল চলছে। এরপর পরিকল্পনা করছি, যুক্তরাষ্ট্র দলের সঙ্গে আমরা সেখানে ৩টি ম্যাচের সিরিজ খেলবো। এটাও আমাদের অনুশীলন ও প্রস্তুতির মধ্যেই পড়ে।’

 

জালাল ইউনুস আরও বলেছেন, 'প্রস্তুতির ঘাটতি গতবারও ছিল না। কোচ না থাকলেও ধারাবাহিকতা তো ছিল। আমাদের প্রস্তুতির ধারাবাহিকতা ছিল। কোচ না থাকলে কী হবে! প্রস্তুতির ঘাটতি ছিল না।খারাপ করেছি মানে এই নয় যে কোচ কম সময় পেয়েছে বলেই পারফরম্যান্স খারাপ হয়েছে। এটা কারণ নয়।'

 

সামনে বাংলাদেশের ঠাসা সূচি। বিপিএল শেষ হতেই শ্রীলঙ্কা চলে আসবে। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ শেষ হতেই আগামী মাসের শেষ দিকে হবে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচর টি-টোয়েন্টি সিরিজ, যেটি শেষ হবে মে মাসের শুরুতে। এরপর মে মাসের শেষ দিকে হতে পারে যুক্তরাষ্টের বিপক্ষে সম্ভাব্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।