পাওয়ার প্লেতে কুমিল্লার ৩ উইকেট নিলো বরিশাল

টসে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে পাঠায় ফরচুন বরিশাল। সিদ্ধান্তটা বিরুদ্ধে যায়নি। পাওয়ার প্লেতে জেমস ফুলারের আগুন বোলিংয়ে কিছুটা চাপে পড়েছে কুমিল্লা। ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে তাদের রান ৫৬।

ইনিংসের প্রথম বলে সুনীল নারিনকে ওবেড ম্যাককয়ের শিকার বানান কাইল মায়ার্স। ৫ রান করেন ক্যারিবিয়ান ব্যাটিং তারকা। 

ফুলার বল হাতে নিয়ে দ্বিতীয় ডেলিভারিতে তাওহীদ হৃদয়কে প্যাভিলিয়নের পথ দেখান। একটু বাইরের বল মারতে গিয়ে মাহমুদউল্লাহর ক্যাচ হন বাংলাদেশি ব্যাটার। ৩ চারে বরিশালের জন্য হুমকি হয়ে উঠেছিলেন হৃদয়। তাকে ১৫ রানের বেশি করতে দেননি ফুলার। এই বোলার তার দ্বিতীয় ওভারে লিটন দাসকে ফেরান। কুমিল্লা অধিনায়ক ১৬ রান করে মাহমুদউল্লাহর ক্যাচ হন।

এনিয়ে চতুর্থবার ফাইনালে খেলছে বরিশাল। আগের তিনবারে কখনও শেষ হাসি হাসতে পারেনি। তবে পঞ্চমবার ফাইনালে খেলতে নামা কুমিল্লার সামনে পাঁচ নম্বর ট্রফি জয়ের সুযোগ। কখনও ফাইনালে হারেনি দলটি। সেদিক থেকে এগিয়ে থাকছে চারবারের চ্যাম্পিয়নরা।