ম্যাচসেরা তামিম ইকবাল

ম্যাচসেরা তামিমনেদারল্যান্ডসের বিপক্ষে অন্য ব্যাটসম্যানরা যখন একের পর এক মাঠ থেকে বিদায় নিচ্ছিলেন, তখন দলের হাল ধরে রাখলেন ওপেনার তামিম ইকবাল। টাইগারদেরকে এনে দেন ১৫৩ রানের পুঁজি। সেই পুঁজিতে জয় দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করল বাংলাদেশ। আর এতে ম্যাচ সেরার পুরস্কার পান তামিম।

বুধবার ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন মাঠে নেদারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ব্যাট হাতে মাঠে নামেন তামিম। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮৩ রানে । ৫৮ বলের এই ইনিংসে রয়েছে ছয়টি চার ও তিনটি ছক্কার মার।

ম্যাচসেরার পুরস্কার পাওয়ার পর তামিম বলেন, ‘কিছু ঘরোয়া টি২০ লিগ খেলায় আত্মবিশ্বাস ফিরে এসেছে। তারা (নেদারল্যান্ডস) খুবই ভালো বল করেছে। উইকেটও সহজ ছিল না। অন্যদিকে আমরা গ্রীষ্মকালীন পরিবেশ থেকে এখানে এসেছি। এছাড়া এখানে শ্বাস নিতেও সমস্যা হচ্ছে।’

টি-টোয়েন্টিতে দীর্ঘ চার বছর পর হাফ-সেঞ্চুরি করলেন তামিম। ২০০৭ সালে অভিষেক হওয়ার পর টি-২০তে মোট ৪৭টি ইনিংস খেলেছেন তামিম। সব মিলিয়ে হাফ-সেঞ্চুরি করেছেন চারটি। তার সর্বোচ্চ ইনিংসটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১২ ঢাকাতে ৮৮ রান করে অপরাজিত ছিলেন তিনি।

/এমআর/