গত কয়েক সপ্তাহ কঠোর অনুশীলনের পর শনিবার অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা হচ্ছে হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি) দল। সফরে ৩৫ দিনে তিন ফরম্যাটের ক্রিকেট খেলবেন তারা। ডারউইনে পাকিস্তান শাহীনের বিপক্ষে চার দিনের দুটি ম্যাচ খেলবে। এরপর শুরু হবে পাকিস্তান শাহীনস, নর্দার্ন টেরিটোরি ও বাংলাদেশ এইচপির মধ্যে ওয়ানডে টুর্নামেন্ট। ওয়ানডে টুর্নামেন্ট শেষে ৯টি দল নিয়ে ৯ থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। টুর্নামেন্টের ৯টি দল হলো পাকিস্তান শাহীনস, বাংলাদেশ এইচপি, নর্দান টেরিটোরি, পার্থ স্করচার্স, মেলবোর্ন রেনেগার্ডস, মেলবোর্ন স্টার্স, তাসমানিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স ও এসিটি কোমেটস।
আজ অস্ট্রেলিয়ার বিমানে চড়বে এইচপি দল। অস্ট্রেলিয়ায় পৌঁছে একদিন বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। এরপর দুইদিন অনুশীলন করে ১৯ জুলাই ডারউইনে বাংলাদেশ এইচপি ও পাকিস্তান ‘এ’ দল তথা পাকিস্তান শাহিনসের ৪ দিনের প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে লম্বা এই সফর। ৩৫ দিনের সফর শেষে ১৯ আগস্ট দেশের উদ্দেশে ফ্লাইটে চড়বে বাংলাদেশ দলের এইচপি ইউনিট।
এইচপি ইউনিটের অস্ট্রেলিয়া সফরের সূচি:-
চার দিনের ম্যাচ-
১৯ জুলাই: বাংলাদেশ এইচপি বনাম পাকিস্তান শাহিনস, ভেন্যু: ডারউন
২৬ জুলাই: বাংলাদেশ এইচপি বনাম পাকিস্তান শাহিনস, ভেন্যু: ডারউন
ওয়ানডে টুর্নামেন্টে-
১ আগস্ট: বাংলাদেশ এইচপি বনাম নর্দার্ন টেরিটোরি, ভেন্যু: ডারউন
৬ আগস্ট: বাংলাদেশ এইচপি বনাম পাকিস্তান শাহিনস, ভেন্যু: ডারউন
টি-টোয়েন্টি টুর্নামেন্ট-
১১ আগস্ট: বাংলাদেশ এইচপি বনাম মেলবোর্ন রেনেগার্ডস, ভেন্যু: গার্ডেনস ওভাল
১২ আগস্ট: বাংলাদেশ এইচপি বনাম তাসমানিয়া, ভেন্যু: মারারা স্টেডিয়াম
১৪ আগস্ট: বাংলাদেশ এইচপি বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স, ভেন্যু: মারারা ক্রিকেট গ্রাউন্ড
১৫ আগস্ট: বাংলাদেশ এইচপি বনাম এসিটি কোমেটস, ভেন্যু: মারারা স্টেডিয়াম
১৬ আগস্ট: বাংলাদেশ এইচপি বনাম পাকিস্তান শাহিনস, ভেন্যু: মারারা স্টেডিয়াম
১৭ আগস্ট: বাংলাদেশ এইচপি বনাম পার্থ স্করচার্স, ভেন্যু: মারারা স্টেডিয়াম