খেলার মাঠে অন্যরকম যুদ্ধ (ফটোস্টোরি)

কিছুদিন আগেই শেষ হয়ে গেল এশিয়া কাপ। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এই টুর্নামেন্ট সফলভাবে শেষ হলেও অনেকের কাছে অজানাই রয়ে গেছে এর পেছনের লোকদের অবদান। খেলাকে দর্শকদের কাছে ভালোভাবে উপস্থাপন করতে সম্প্রচারকর্মী, গ্রাউন্ডসম্যান, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টদের অক্লান্ত প্ররিশ্রমেই সম্ভব হয়েছে সবকিছু।

টুর্নামেন্টের সেইসব খণ্ড খণ্ড চিত্র বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য তুলে এনেছেন ফটোজার্নালিস্ট সাজ্জাদ হোসেন। এ নিয়ে বাংলা ট্রিবিউনের ফটো স্টোরি- মাঠের অন্যরকম যুদ্ধ।

 

নেট অনুশীলনের যাবতীয় দ্রব্য সরবরাহ করছেন গ্রাউন্ডসম্যানরাটসের আগ মুহূর্তে সম্প্রচারকর্মীদের ব্যস্ততাটসের আগ মুহূর্তে সম্প্রচারকর্মীদের ব্যস্ততা (2)মাঠ থেকে টসের পূর্ব মুহূর্তে দুই অধিনায়ক, ম্যাচ রেফারি ও ধারাভাষ্যকারখেলার আগমুহূর্তে ফটো সাংবাদিকদের ব্যস্ততামাঠ পরিচর্যার কাজ করছেন গ্রাউন্ডসম্যানরামাঠ থেকে সব খবর পাঠাতে কাজ করছেন সংবাদকর্মীরা