বিশ্বকাপের আতঙ্ক বাংলাদেশ: ম্যাথু হেইডেন

ম্যাথু হেইডেনটি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব থেকে প্রত্যাশিতভাবেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টেন নিশ্চিত করেছে বাংলাদেশ দল। আর সেই সুপার টেনের লড়াইয়ে বাংলাদেশকে ‘আতঙ্ক’ হিসেবেই দেখছেন সাবেক অস্ট্রেলিয়া ওপেনার ম্যাথু হেইডেন।
বাংলাদেশকে নিয়ে নিজের বিশেষজ্ঞ মতামত ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশের বর্তমান দলটি টুর্নামেন্টের জন্য আতঙ্ক। ওদের উপমহাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অনেক। সেই সঙ্গে ধারাবাহিক ফর্মেও রয়েছে। আর এই চেনা কন্ডিশনেই ভালো কিছু করে দেখানোর ক্ষমতা রাখে বাংলাদেশ।’
বাছাই পর্বে নেদারল্যান্ডসকে ৮ রানে আর ওমানকে ৫৪ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার টেন নিশ্চিত করে বাংলাদেশ দল। এর মাঝে আয়ারল্যান্ডের সঙ্গে একটি ম্যাচ পরিত্যক্ত হয়। মূল পর্বে আগামী কাল বুধবার পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।

/এফআইআর/