আইসিসি'র সিদ্ধান্তে সংবাদ সম্মেলনে মাশরাফির কান্না


সংবাদ সম্মেলনে মাশরাফির কান্নাঅ‌‌‌বৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ হয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি। তবে তাসনিকনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত মানতে পারছেন না কেউই। রবিবার সংবাদ সম্মেলনে রীতিমতো ইমোশনাল হয়ে যান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এ সময় আবেগআপ্লুত মাশরাফি কেঁদে ফেলেন। কোনও কোনও ক্রীড়া সাংবাদিকও তাদের কান্না চেপে রাখতে পারেননি।
চেন্নাস্বামী স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে এমন গুমোট পরিবেশে মাশরাফি জানান, তাসকিনকে অবৈধ করার সিদ্ধান্ত তারা মানতে পারছেন না। মাশরাফি বলেন, 'পরীক্ষার মাধ্যমে তার অ্যাকশনে এমন অবৈধ কিছু পাওয়া যায়নি। তারপরও তাকে নিষিদ্ধ করা হয়েছে। ব্যক্তিগত ভাবে মনে করি তার প্রতি অবিচার হয়েছে। আশা করছি সে নায্য বিচার পাবে'
দলের অধিনায়ক হিসেবে আইসিসি'র সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আর কিছু করার নেই মাশরাফির। সংবাদ সম্মেলনে এমনটি জানালেন তিনি নিজেও। মাশরাফি বলেন, 'আমরা বিষয়টি পর্যালোচনা করছি। বিসিবিকে সবকিছু জানানো হয়েছে। তারা পরবর্তী পদক্ষেপ নেবে। বিসিবি আইসিসি'র সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে। আমরা আশা করছি তাসকিনের সঙ্গে নায্য বিচার করবে আইসিসি।'
আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের মনোবল কেমন জানতে চাইলে মাশরাফি বলেন, 'দলের মনোবল ভালো নয়। তাসকিন ‌‌‌আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার, সে নিষিদ্ধ হওয়ায় দলের মনোবল ঠিক থাকবে না এটাই স্বাভাবিক। তবে অসিদের বিপক্ষে আমরা জয়ের জন্যই মাঠে নামবো।'

 

মাশরাফি বলেন, 'ঘরের দুইজন ছেলের যদি সমস্যা হয়, আপনি কোনও কাজই ভালোভাবে করতে পারবেন না। সেই উদ্যমটা আর পাবেন না। আমাদের কাছে জিনিসটা একই রকম। আমাদের মানসিক অবস্থা এখন ওইরকম নেই। সবাই দেখলেই বুঝতে পারবেন। কিন্তু আমরা অবশ্যই মাঠে নামবো, যতটুকু স্পিড নিয়ে এর আগের ম্যাচে আমরা নেমেছিলাম। '

তিনি আরও বলেন, 'ঘরের দুইজন ছেলের যদি সমস্যা হয়, আপনি কোনও কাজই ভালোভাবে করতে পারবেন না। সেই উদ্যমটা আর পাবেন না। আমাদের কাছে জিনিসটা একই রকম। আমাদের মানসিক অবস্থা এখন ওইরকম নেই। সবাই দেখলেই বুঝতে পারবেন। কিন্তু আমরা অবশ্যই মাঠে নামবো, যতটুকু স্পিড নিয়ে এর আগের ম্যাচে আমরা নেমেছিলাম। আমরা বিশ্বাস করি তাসকিনের বোলিং অ্যাকশন ঠিক আছে। আমরা আমাদের বলাটা বিসিবিকে বলতে পারি, বিসিবি যেভাবেই হোক আইসিসির সঙ্গে এটা নিয়ে আলোচনা করবে। আইসিসি সবসময় তরুণ ক্রিকেটারদের উৎসীহিত করে। এই মুহূর্তে আশা করছি তাসকিন ন্যায্য বিচার পাবে।'

/আরআই/এমআর/