তাসকিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিসিবির আপিল

downloadপেসার তাসকিন আহমেদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আনুষ্ঠানিক পিটিশন দায়ের করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।আইনজীবীদের সঙ্গে আলোচনা করে রিভিউ'র পিটিশন পাঠানো হয়েছে আইসিসিতে।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি সুজন বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমরা আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে পিটিশন দায়ের করেছি। যাবতীয় কাগজপত্র, আমাদের পর্যবেক্ষণ ও আইসিসির ব্যাখার বিরুদ্ধে আমাদের অবস্থান লিখিতভাবে তুলে ধরা হয়েছে। একইসঙ্গে তাসকিনের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি পুনরায় বিবেচনার আবেদন করা হয়েছে।'
অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে টাইগার পেসার তাসকিন আহমেদকে নিষিদ্ধ করায় আগেই মৌখিকভাবে প্রতিবাদ জানিয়েছিল বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান আইসিসি'র চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে তাসকিনের বোলিংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানান। বোলিং অ্যাকশন পরীক্ষার প্রক্রিয়াগত বিভিন্ন ত্রুটি তুলে ধরে আইসিসিকে একটি মেইলও পাঠায় বিসিবি।
পাপন জানান, ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখতে একটি টেকনিক্যাল টিম গঠন করেছে আইসিসি। তারা বিষয়টি খতিয়ে দেখছেন। শিগগিরই তাসকিনের ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া যেতে পারে বলেও জানান পাপন। যদিও এ বিষয়ে আাইসিসি এখনও কিছু জানায়নি।
/আরএম/এমআর/