ম্যাক্সওয়েলের আইপিএল হয়তো শেষ!

আঙুলে চিড় ধরায় গ্লেন ম্যাক্সওয়েলের চলতি আইপিএল সম্ভবত শেষ। বুধবার চেন্নাই সুপার কিংসের মাঠে টসের আগে এই ইনজুরির খবর নিশ্চিত করেন তার দল পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

শ্রেয়াস আরও বলেছেন, দল  এখনও স্থলাভিষিক্তের কথা ভাবেনি। তবে চলতি মৌসুমে ম্যাক্সওয়েলকে না পাওয়ার সম্ভাবনা প্রবল।

টসের সময় শ্রেয়াস বলেন, ‘খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে তার আঙুলে চিড় ধরেছে। আমরা এখনই তার স্থলাভিষিক্ত হিসেবে কাউকে নেওয়ার সিদ্ধান্ত নেইনি। কিন্তু আমরা আমাদের দলের মানসিকতা ও একাদশের বাইরে যারা আছে, তাদের নিয়েই শক্তিশালী। আমাদের বৈচিত্রময় খেলোয়াড় আছে যারা ম্যাচ জেতাতে পারে। তাই আমরা তাদের নিয়েই লেগে থাকতে চাই।’

ফ্র্যাঞ্চাইজিতে ম্যাক্সওয়েলের অস্ট্রেলিয়ান সতীর্থ মার্কাস স্টয়নিসও ইনজুরি নিয়ে কথা বলেছেন। জোর দিয়ে বলেছেন, অজি অলরাউন্ডারে র মৌসুম শেষ। তিনি আরও জানান, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আগের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চোট পান ম্যাক্সওয়েল। ব্যাটও করেন তিনি। 

চেন্নাইয়ের বিপক্ষে ম্যাক্সওয়েলের জায়গায় একাদশে খেলছেন সুরিয়াংশ শেজ। একাদশে তিনজন বিদেশি।

এই বছর ফর্মে নেই ম্যাক্সওয়েল। ১১ বছর আগে যে ফ্র্যাঞ্চাইজিতে ৫৫২ রান করে শিরোনামে এসেছিলেন, সেখানে এবার সাত ম্যাচ খেলে করেছেন মাত্র ৪৮ রান।