চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অ্যাডামসকে বিদায় দিলো বিসিবি

আন্দ্রে অ্যাডামসের সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল বাংলাদেশের। তবে প্রায় এক বছরের মতো মেয়াদ বাকি থাকলেও পেস বোলিং কোচ হিসেবে তাকে আর রাখলো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে তারা।

বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল, অ্যাডামসের সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে বিসিবি। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরকে সামনে রেখে মিরপুরে অনুশীলন ক্যাম্পে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে সহকারী সিনিয়র কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, ট্রেনার নাথান কেলি, ফিল্ডি কোচ জেমস প্যামেন্টরা থাকলেও ছিলেন না সাবেক কিউই অলরাউন্ডার। তাতেই তার বিদায় অনেকটা নিশ্চিত হওয়া গেছে। শনিবার মিরপুরে ফুল দিয়ে অ্যাডামসকে বিদায় জানিয়েছেন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে গত বছরের মার্চে চুক্তি করেছিল বিসিবি। তার কাজ সন্তোষজনক না হওয়ায় এক বছর পরই তাকে বিদায় দিলো বোর্ড।

অ্যাডামসের সঙ্গে চুক্তি বাতিলের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া বিভাগের সিনিয়র ম্যানেজার রাবিদ ইমাম।  গুঞ্জন আছে, এই জায়গা নিতে পারেন শন টেইট। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি।