আমিরাতের সঙ্গে আরেকটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পূর্ব নির্ধারিত দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলার কথা ছিল। এরপর সেখান থেকে পাকিস্তানে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরতো লিটন দাসরা। সিরিজটি দুইদিন পিছিয়ে যাওয়াতে আরব আমিরাতের বিপক্ষে বাড়তি একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।  বাংলাদেশের প্রস্তাবের প্রেক্ষিতে সিরিজে আরও একটি ম্যাচ খেলতে সম্মত হয়েছে আমিরাতি ক্রিকেট বোর্ড (এসিবি)। সোমবার এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে তারা।

আজ (সোমবার) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আরব আমিরাত। আর বাড়তি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। সিরিজের অন্য দুই ম্যাচের মতো এই ম্যাচটিও শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।

ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পিছিয়ে গিয়েছিল। তাতে করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজটি দুইদিন পেছাতে বাধ্য হয় পিসিবি। এই সময়টাতে দেশে না ফিরে বিসিবি আরব আমিরাতকে বাড়তি একটি ম্যাচ খেলার প্রস্তাব দেয়। 

আরব আমিরাত সিরিজের পরপরই পাকিস্তানের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে মাঠে নেমে পড়ার কথা রয়েছে বাংলাদেশের। নতুন সূচি পরিকল্পনা অনুযায়ী, ২৭ ও ২৮ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন।