এজবাস্টনে ডাবল সেঞ্চুরিতে গিলের যত রেকর্ড

ইংল্যান্ডে অবিশ্বাস্য ফর্মে আছেন শুবমান গিল। অধিনায়কত্বের চাপে ভেঙে পড়েননি, বরং আরও শক্তিশালী হয়ে উঠেছেন ভারতের ব্যাটার। এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে সকালের সেশনে প্রথমবার দেড়শ অতিক্রম করেন। তারপর দ্বিতীয় সেশনে পেয়ে যান ডাবল সেঞ্চুরি। তাতে একাধিক রেকর্ড তার পায়ের তলায় লুটিয়ে পড়েছে।

৩১১ বলে ২১ চার ও ২ ছয়ে ২০০ রান করেন গিল। তাতে প্রথম এশিয়ান অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে টেস্টে ডাবল হান্ড্রেড করেন ভারতের এই ব্যাটার। শুধু তাই নয়, সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) কন্ডিশনেও ডাবল সেঞ্চুরি করা প্রথম এশিয়ান অধিনায়ক তিনি।

সকালের সেশনে ইংল্যান্ডে ২৩ বছরে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে দেড়শর বেশি রান করেন গিল। সবশেষ যে কীর্তি গড়েন রাহুল দ্রাবিড়, ২০০২ সালে ওভালে করেছিলেন ২১৭ রান। তারপর দেশটিতে ভারতীয় অধিনায়কদের সর্বোচ্চ রানের তালিকায় ১৯৯০ সালে করা মোহাম্মদ আজহারউদ্দিনের ১৭৯ রান পেছনে ফেলে শীর্ষে ওঠেন।

ইংল্যান্ডে সর্বোচ্চ টেস্ট রান করা ভারতীয়দের তালিকাতেও সবার উপরে অবস্থান নিয়েছেন গিল। ১৯৭৯ সালে দ্য ওভালে সুনীল গাভাস্কারের ২২১ রান এতদিন ছিল শীর্ষে। এজবাস্টনে বৃহস্পতিবার ১২৫তম ওভারে চার মেরে তাকে পেছনে ফেলেন গিল।