আগস্টেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। কিন্তু সফরটি এক বছরের মতো পিছিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই সুযোগে এবার ফাঁকা সূচি কাজে লাগাতে চায় শ্রীলঙ্কা। আগস্ট মাসে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর কাছে একটি সংক্ষিপ্ত সাদা বলের সিরিজ আয়োজনের অনুরোধ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
এই প্রস্তাবটি এসেছে বাংলাদেশের বিপক্ষে ভারতের সফর বাতিল হওয়ার পরপরই। বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে সাড়া না দিলেও, সিরিজটি অনুষ্ঠিত হলে আগামী মাসে রোহিত শর্মা ও বিরাট কোহলির মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে —যারা বর্তমানে তিনটি ফরম্যাটের মধ্যে শুধু ওয়ানডেতেই খেলছেন।
এসএলসি তিনটি ওয়ানডের সঙ্গে সমসংখ্যক তিনটি টি-টোয়েন্টি আয়োজনের প্রস্তাব দিয়েছে। যা মূলত বাংলাদেশ সফরের জন্য নির্ধারিত ছিল। তবে অনেক কিছুই নির্ভর করছে এশিয়া কাপ নিয়ে ভারতের সিদ্ধান্তের ওপর, যা নিয়ে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে বিভিন্ন অংশীজন; বিশেষ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নেতৃত্বাধীন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
মঙ্গলবার সন্ধ্যায় ক্রিকবাজকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছেন, ‘এসএলসি থেকে একটি অনুরোধ পেয়েছি, কিন্তু এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। এশিয়া কাপের পরিস্থিতি দেখতে হবে। সবকিছুই একে অপরের সঙ্গে জড়িত।’
যদিও এর মানে এই নয় যে, এশিয়া কাপ এবং শ্রীলঙ্কা সিরিজ একসঙ্গে হতে পারবে না, তবে বিসিসিআই স্বাভাবিকভাবেই খেলোয়াড় ও কোচদের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নিতে চায়।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই সপ্তাহে লন্ডনে লর্ডস টেস্টে থাকবেন এবং সেই সময় বা ম্যাচের পর খেলোয়াড়, প্রধান কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আলোচনা শেষে এসএলসি-র অনুরোধে সাড়া দিতে পারে বিসিসিআই।
রোহিত শর্মা ও বিরাট কোহলি- টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। বিসিসিআই অনুমোদন দিলে ওয়ানডেতেও অংশ নিতে পারেন তারা।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতের বাংলাদেশে ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ছয়টি সাদা বলের ম্যাচ খেলার কথা ছিল। আন্তর্জাতিক ব্যস্ততা ও ঠাসা সূচিকে কারণ হিসেবে দেখিয়ে সেই সিরিজ এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে।