আন্তর্জাতিক গণমাধ্যমে মাশরাফির আইসিসি বিরোধিতা

M-I-M_06টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে রবিবার দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশে ফিরে সাংবাদিকদের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অজর্ন ও ব্যর্থতা নিয়ে কথা বলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সংবাদ সম্মেলনে দেওয়া মাশরাফির বক্তব্য গুরুত্বসহ প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। 

ইংল্যান্ডের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘মেইল অনলাইন’ তাদের শিরোনামে লিখেছে ‘বিশ্বকাপ থেকে বাংলাদেশের ছিটকে পড়ায় মাশরাফি আইসিসিকে দোষারোপ করছে’। ঠিক এমন শিরোনাম দিয়েই খবর ছেপেছে আরও কিছু সংবাদমাধ্যম। যার কোনও সত্যতা নেই।Cricket_sm_151828998

কলকাতার শীর্ষ বাংলা পত্রিকা আনন্দাবাজার লিখেছে 'দেশে পৌঁছে আইসিসিকে এক হাত নিলেন মাশরাফি'। ভারতের এনডিটিভি লিখেছে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়ের জন্য মাশরাফি মুর্তজা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন।’
আরব আমিরাতের গালফ টুডের বক্তব্যও অনেকটা একই রকম, ‘বাংলাদেশের বিদায়ের জন্য বোলারদের নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন মুর্তজা।’ ভারতের স্টার স্পোর্টস আর দক্ষিণ আফ্রিকার সুপার স্পোর্টের অনলাইন সংস্করণেও একই অভিযোগ আনা হয়েছে মাশরাফির বিরুদ্ধে।

ঢাকায় ফিরে মাশরাফি বলেছিলেন, ‘আমাদের জন্য সবচেয়ে হতাশার বিষয় ছিল তাসকিন-সানির ওপর নিষেধাজ্ঞা। বিশেষ করে তাসকিনের নিষেধাজ্ঞা আমাদের দলের ওপর অনেকখানি প্রভাব ফেলেছে। তাকে হারিয়ে আমাদের অনেক ক্ষতি হয়েছে।’Screenshot

/এমআর/