ওয়েস্ট ইন্ডিজ সফরে সম্মত হলো ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী জুলাইয়ে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সম্মত হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সভাপতি ডেভ ক্যামেরন।
যদিও সিরিজটি আগেই হওয়ার কথা ছিল। কিন্তু ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ভারত সফর করে সেটি পরিত্যক্ত করে দেশে ফিরে যাওয়ার পরই এই দ্বিপক্ষীয় সিরিজ বাতিল হয়। ভবিষ্যত সফর সূচিতে ওয়েস্ট ইন্ডিজে ভারতের সফর করার কথা থাকলেও পেনাল্টি হিসেবে সেটার ওপর অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করে রাখে বিসিসিআই। অবশেষে সেই কঠোর পদক্ষেপ থেকে সরে দাঁড়ালো ভারতীয় বোর্ড। 
এ প্রসঙ্গে ক্যামেরন বলেন, ‘সময়-সূচি এখনও নির্ধারিত হয়নি। কিন্তু সিরিজটি জুলাই ও আগস্টেই অনুষ্ঠিত হবে। যদিও সিরিজটি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সময় সূচির সঙ্গে সাংঘর্ষিক হবে। আমরা এখন সিরিজটির ভেন্যু নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় আছি। এরপরই সব কিছু চূড়ান্তভাবে জানানো হবে।

/এফআইআর/