ফাইনালে কালো আর্মব্যান্ড পড়বেন গেইল-স্যামিরা


ফাইনালে কালো আর্মব্যান্ড পড়বে গেইল-স্যামিরাকলকাতায় ফ্লাইওভার দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কালো আর্মব্যান্ড (বাহু বন্ধনী) পড়ে মাঠে নামবে ফাইনালিস্টরা। নারী-পুরুষ উভয় প্রতিযোগিতায় এই ব্যান্ড পড়বে চারটি দল।
বিষয়টি নিশ্চিত করে ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, স্থানীয়দের অনুরোধেই দলগুলো কালো আর্মব্যান্ড পড়তে সম্মতি জানিয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতায় নির্মাণাধীন ফ্লাইওভার ধসে এখন পর্যন্ত প্রায় ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য ফাইনালের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড-এর প্রয়াত সভাপতি জগমোহন ডালমিয়ার স্মরণে পাঁচ মিনিটের একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায়। ছেলেদের ফাইনালে গেইল-স্যামিদের প্রতিপক্ষ ইংল্যান্ড। মেয়েদের ফাইনালে ক্যারিবীয়দের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
/এফআইআর/