দ্রাবিড়কে কোচ হিসেবে পেতে আগ্রহী ভারত

রাহুল দ্রাবিড়।টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যেতে যেতেই রবি শাস্ত্রীর সঙ্গে চুক্তি শেষ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টিম ডিরেক্টর হিসেবে তাকে আর চাইছে না বিসিসিআই। তবে এবার হেড কোচ নিতে আগ্রহী ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, এবার সেই দায়িত্বের জন্য ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের কাছে দ্বারস্থ হয়েছে তারা।
মূলত বিসিসিআই’র ক্রিকেট উপদেষ্টা কমিটির ইচ্ছাতেই এমনটি হতে যাচ্ছে। ইতোমধ্যেই দ্রাবিড় ভারত ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে এক বছরেরও বেশি সময় দায়িত্বে রয়েছেন। তার কাছে এ ব্যাপারে প্রস্তাবও পাঠানো হয়েছে। কিন্তু একটু ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন নির্ভরতার প্রতীক দ্রাবিড়।
জানা গেছে, দ্রাবিড় রাজি হলে বিশাল সময়ের জন্যই দায়িত্ব পাবেন। যেটা খুব সম্ভব ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত।
উল্লেখ্য, এই মুহূর্তে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডেয়ার ডেভিলসের পরামর্শক হয়ে কাজ করছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

/এফআইআর/