বিশ্বকাপ জিততে উইন্ডিজ মেয়েদের টার্গেট ১৪৯ রান

239255.3মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের ১৪৯ রানের টার্গেট দিয়েছে অসি প্রমীলারা। এদিন কলকাতার ইডেন গার্ডেনে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৮ রান করেছে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা জয়ের সামনে থাকা অস্ট্রেলিয়া।

আগে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ওভারের শেষ বলে দলীয় ১৫ রানের মাথায় অ্যালিসা হেলিকে (৪) আউট করেন ম্যাথুস। তবে তাতে খুব বেশি সমস্যা হয়নি অসিদের।

দ্বিতীয় উইকেট জুটিতে দলের স্কোরশিটে ৭৭ রান যোগ করেন অধিনায়ক মেগ ল্যানিং ও এলিসি ভিলানি। দু’জনই পেয়েছেন ফিফটির দেখা। ৩৭ বলে ৯টি চারে সাজানো ৫২ রানের ইনিংস খেলে ডোটিনের শিকারে পরিণত হন ভিলানি।

ল্যানিংয়ের ইনিংসটিও থামে ৫২ রানে। ক্যারিবীয় বোলার আনিসা মোহামেদের এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ৪৯ বলে আটটি চারের মারে মূল্যবান ইনিংসটি দলকে উপহার দেন অসি অধিনায়ক। ২৩ বলে দুটি ছক্কায় ২৮ রান করেন এলিসি পেরি। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সেরা বোলার ডোটিন। একটি করে উইকেট নেন আনিসা মোহামেদ ও ম্যাথুস।

/এমআর/