আর্জেন্টিনার 'দুঃখ' ফাইনাল

2999FC6D00000578-0-image-a-48_1434452474155লিওনেল মেসি তার ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে তিনটি ফাইনাল খেলেছেন। দুটি কোপা আর ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল। তিনবারই তার কপালে জুটেছে হারের লজ্জা। তবে পরিসংখ্যানে দেখা যায় শুধু মেসি নয় 'ফাইনাল' আসলে আর্জেন্টিনারই বড় 'দুঃখের' নাম। কোপা আমেরিকা হোক আর বিশ্বকাপ ফুটবল। দুই প্রতিযোগিতারই বেশির ভাগ ফাইনাল ম্যাচে কাঁদতে হয়েছে আলবেসিলেস্তদের।

বিশ্ব ফুটবলের সবচেয়ে পুরনো আসর কোপার শুরু সেই ১৯১৬ সালে। প্রথম আসরেই ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। প্রথমবারেই হার। পরের বছর ফাইনালেও হারল তারা। এখন পর্যন্ত ১৩ বার ফাইনালে হেরেছে আর্জেন্টিনা।

১৯৯৩ সালে সর্বশেষ দক্ষিণ আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। তারপর তিনবার ফাইনালে খেলেছে। একবারও জিততে পারেনি। ২০০৪ ও ২০০৭ টানা দু’বার হেরেছিল। ২০১১ সালে বিরতি দিয়ে ২০১৫ সালে ফের ফাইনালে। সেবারও হার।

বিশ্বকাপেও হারের রেকর্ড আর্জেন্টিনার। ১৯৩০ সালে প্রথমবার বিশ্বফুটবলের আসর বসে। প্রথমবারই ফাইনালে খেলে। কিন্তু রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো। বিশ্বকাপে মোট পাঁচবার ফাইনালে খেলেছে আর্জেন্টিনা। তিনবারই হেরেছে। ১৯৯০ সালের পর ২০১৪ সালের ফাইনালে উঠেছিল। দু’বারই হেরেছিল!

/এমআর/