মেসিকে পছন্দ করলেও চিলির জয় চান সৌম্য

Soumya-Sarkarকোপা আমেরিকার শতবর্ষী আসরকে স্মরণীয় করে রাখতে পুরোপুরি প্রস্তুত আর্জেন্টিনা। আর এই লক্ষ্যে দেশকে ২৩ বছর পরে বড় কোনও শিরোপা উপহার দিতেও মেসি বাহিনী দারুণভাবে মুখিয়ে আছে। সোমবার ভোরে চিলেকে হারাতে পারলেই ২৩ বছরের আক্ষেপ কাটাবে আর্জেন্টিনা।

বর্তমান তরুণ ক্রিকেটারদের মধ্যে জনপ্রিয় ক্রিকেটার সৌম্য সরকার। ক্রিকেটার হলেও ফুটবল আছে পছন্দের তালিকায়। যদিও সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগে ব্যস্ততার কারণে খেলা দেখা হয়নি তার। সোমবার ভোরে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-চিলির ফাইনাল ম্যাচটি অবশ্য মিস করবেন না তিনি।

তার বিশ্বাস এই ম্যাচে চিলিই জিতবে। মেসিকে পছন্দ করলেও চিলিকেই সাপোর্ট করছেন তরুণ এই ব্যাটসম্যান। এ প্রসঙ্গে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি মূলত পতুগালের সাপোর্টার। ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ফ্যান। এখন যেহেতু পতুর্গাল নেই। আমি চাইবো চিলি যেন জিতে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি মেসিকে খুব পছন্দ করি। তবুও চাই চিলিই জিতুক। শুধুমাত্র আর্জেন্টিনার সাপোর্টার নয় বলেই এই চাওয়া!’

কেমন ব্যবধান হবে বলে মনে করেন-এমন প্রশ্নে সৌম্য বলেন, ‘এটা বলা কঠিন। তবে ম্যাচে যারা ভালো খেলবে তারাই জিতবে। বড় দল কিংবা ছোট দল বলে আসলে কিছু নেই।’ তার মতে, ‘অনেকে হয়তো আর্জেন্টিনা করে শুধুমাত্র মেসির জন্য। আমি অবশ্য শুধু রোনালদোর জন্য পর্তুগাল সাপোর্ট করি না। ওই দলটার প্রতি আমার ছোটবেলা থেকেই ভালোবাসা রয়েছে।’

/আরআই/এমআর/