জার্মানির সামনে নরওয়ে, ইংল্যান্ডের বাধা স্লোভাকিয়া

 

জার্মানি
অবসর নিয়েছেন বাস্টিয়ান শোয়াইনস্টাইগার। ফিলিপ লাম বিশ্বকাপ জয়ের পর অবসরের ঘোষণা দিলে জার্মানির অধিনায়কের দায়িত্ব নেন শোয়াইনস্টাইগার।  সেই তিনিও বিদায় বলে দিয়েছেন আন্তর্জাতিক ফুটবলকে। নতুন অধিনায়ক এখন মানুয়েল নয়ার। গোলবারের নিচে দাঁড়ানো বায়ার্ন মিউনিখ তারকার অধিনায়ক হিসেবে নতুন পথ চলা শুরু হচ্ছে আজ রাত থেকেই।
নতুন জার্মানির শুরুটাও কী নয়! দলের অভিজ্ঞ পাঁচ খেলোয়াড়ের অবসরে নতুন এক জার্মানিই তো মাঠে নামছে নরওয়ের বিপক্ষে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে। রাশিয়া বিশ্বকাপের মিশন শুরু হচ্ছে ইংল্যান্ডেরও। ইংলিশদের প্রতিপক্ষ স্লোভাকিয়া।
অসলোতে মাঠে নামছে জার্মানি। ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হারের পর অবশ্য জয়ের পথে ফিরেছে জার্মানরা আগের ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে। হামবুর্গের ম্যাচটি অবশ্য ছিল প্রীতি। প্রতিযোগিতামূলক ম্যাচে আজ রাতেই মাঠে নামছে তারা। নরওয়ের বিপক্ষে জয় দিয়েই রাশিয়া মিশন শুরু করতে চায় জার্মানি। অভিজ্ঞ বেশ কয়েকজন খেলোয়াড়কে হারালেও কোচ ইওয়াখিম ল্যোভ ‘তরুণ’ জার্মানিকে নিয়েই দেখছেন স্বপ্ন।
জার্মানির আগেই মাঠে নামবে ইংল্যান্ড। স্লোভাকিয়ার মাঠে আতিথ্য নেবে তারা। এই ম্যাচ দিয়েই আবার ইংলিশ কোচ হিসেবে অভিষেক হচ্ছে স্যাম অ্যালারডিসের। ইউরোর শেষ ষোলোতে আইসল্যান্ডের বিপক্ষে হারের পর পদত্যাগ করেছিলেন রয় হজসন, তার জায়গাতেই বসেছেন অ্যালারডিস। লক্ষ্য নতুন করে ইংল্যান্ডকে গুছিয়ে তোলার।
রবার্ত লেভানদোস্কির পোল্যান্ডও নামছে মাঠে। তাদের প্রতিপক্ষ কাজাখস্তান। ডেনমার্ক ঘরের মাঠে আতিথ্য দেবে আরমেনিয়াকে। চেক প্রজাতন্ত্রও ঘরের মাঠে নামবে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে।
/আরকে/