মেসি নয়, জাভির ফেভারিট রোনালদো

xaviকথার লড়াইটা কী তাহলে থেমে গেল! দিন কয়েক আগে জাভি-ক্রিস্তিয়ানো রোনালদোর কথার লড়াই জমে উঠেছিল খুব। এখন আবার জাভিই ব্যালন ডি’অর জয়ে ফেভারিট মানছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে। তাও আবার লিওনেল মেসিকে পেছনে রেখে!

বেশি দিন হয়নি, এই তো গত মাসের শেষ দিকের কথা। ‘যারা ফুটবল বোঝেন, তারা অবশ্যই মেসিকে এগিয়ে রাখবেন রোনালদোর চেয়ে’-জাভির কথাটা মোটেও ভালোভাবে নেননি ক্রিস্তিয়ানো রোনালদো। পাল্টা জবাব ছুড়তেও তাই সময় নেননি পর্তুগিজ যুবরাজ। ‘সবাই রোনালদোর নাম ব্যবহার করে শিরোনামে আসতে চায়। আমি ব্যালন ডি’অর জিতেছি তিনবার, জাভির কিন্তু একটাও নেই’-রোনালদোর এমন মন্তব্যের পর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, মাঠের লড়াই থামলেও বাইরের লড়াইটা চলছে তাদের এখনো।

অথচ সেই জাভিই এখন রোনালদোর পক্ষে বলছেন কথা। অবশ্য চলতি বছরে পর্তুগিজ অধিনায়কের শিরোপা জয়টাই ব্যালন ডি’অর জেতার বড় অস্ত্র মনে হচ্ছে জাভির কাছে। আমস্টারডামের এক অনুষ্ঠানে এবারের ব্যালন ডি’অর সম্পর্কে সাবেক বার্সেলোনা মিডফিল্ডার বলেছেন, ‘এই বছরের ব্যালন ডি’অরে রোনালদোর জেতার সম্ভাবনা বেশি। ও এবার চ্যাম্পিয়নস লিগ ও ইউরো জিতেছে। যদিও সঙ্গে এটাও মনে হচ্চে খুব প্রতিদ্বন্দ্বিতা হবে, কারণ মেসিও নিশ্চিত থাকতে ওখানে (ব্যালন ডি’অরের দৌড়ে)।’

/কেআর/