রোনালদোর মানসিকতা ১২ বছরের ‍শিশুর মতো!

cristiano-ronaldo-2ম্যানচেস্টার ইউনাইটেডের পাঁড় সমর্থক না হলে ম্যাডস টিম নামটা কারও শোনার কথা নয়। ২০০০ থেকে ২০০৬ পর্যন্ত তিনি ছিলেন ম্যানইউয়ের খেলোয়াড়। ডেনিশ এই ফরোয়ার্ডই ক্রিস্তিয়ানো রোনালদোর মানসিকতাকে ‘১২ বছরের শিশুর’ মতো উল্লেখ করেছেন তার আত্মজীবনীতে! যদিও টিমের বিশ্বাস পর্তুগিজ যুবরাজের স্বার্থপর আচরণই তাকে বসিয়েছে সাফল্যের শিখরে।

২০০০ সালে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দিলেও ছয় বছরের ম্যানইউ ক্যারিয়ারে খেলেছেন মাত্র এক ম্যাচ। বেশিরভাগ সময় ধারে অন্য ক্লাবের হয়ে খেলা টিমের অবশ্য মনে পড়ে ড্রেসিং রুমে রোনালদোর সঙ্গে কাটানো সময়ের কথা। খুব কাছ থেকে তাই দেখেছেন রোনালদোর আত্মকেন্দ্রিক মানসিকতা। সেই অভিজ্ঞতাই ভাগাভাগি করেছেন তার আত্মজীবনীতে, “দলীয় প্রচেষ্টায় খেলার যে চলন, সেটা থেকে সে একেবারে আলাদা। তার বিষয়টা হলো শুধু ‘আমি, আমি, আমি’। এত এত সাফল্য পাওয়ার পরও এখনও সে বিরক্ত হয় যদি তার বদলে কোনও সতীর্থ গোল পায়।’ এ কারণেই রোনালদোর মানসিকতা নিয়ে তার ধারণা, ‘মানসিকভাবে ও আমাকে মনে করিয়ে দেয় আমার ১২ বছর বয়সের কথা। আমার তো মনে হয় রোলালদো কাউকে পাত্তাই দেয় না যে, কে কি ভাবলো তাকে নিয়ে। পেশাদারী ক্যারিয়ারে তার এভাবে টিকে থাকার অন্যতম কারণও এটি।।’

/কেআর/